
নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্যবিধি মেনে আজ ৪ জুলাই ২০২০ শনিবার রাউজান উপজেলার ধর্মগ্রাম পূর্ব আবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারে শুভ আষাঢ়ী পূর্ণিমা উৎযাপন করা হয় । করোনা ভাইরাসের কারনে সামাজিক দুরুত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এই অনুষ্ঠান সম্পন্ন হয় । সকালে বুদ্ধ পুজা , সীবলী পুজা , পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনা সহ কোভিট ১৯ আক্রান্ত সকলের সুস্থতা কামনায় প্রার্থনা করা হয় ।
বিকালে আষাঢ়ী পুর্ণীমার তাৎপর্য্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । স্বাস্থবিধি ও সামাজিক দুরুত্ব মেনে এই অনাড়ম্বর অনুষ্টানে শান্তিময় বিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ ভিক্ষু একক সদ্ধর্ম দেশনা করেন । পঞ্চশীল প্রার্থনা করেন সমাজসেবক বাবু প্রদিপ কুমার বড়ুয়া। অনুষ্ঠান পরিচালনা করেন প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সভাপতি ও বিহার পরিচালনা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়া । এতে উপাসক উপাসিকা ও দায়ক দায়িকারা উপস্থিত ছিলেন ।
এই পবিত্র শুভ আষাঢ়ী পূর্ণিমায় বু্দ্ধ মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ, সিদ্ধার্থের গৃহত্যাগ, বু্দ্ধ কর্তৃক পঞ্চবর্গীয় শিষ্যদের কে ধর্মচক্র প্রবর্তন সুত্র দেশনা ও লোকোত্তর ধর্ম প্রচার, প্রাতিহার্য ঋদ্ধি শক্তি প্রদর্শন এবং মাতা মহামায়াদেবী কে মাতৃঋীণ পরিশোধ করার জন্য তাবতিংশ স্বর্গে গিয়ে লোকোত্তর অভিধর্ম দেশনা করেন, এই পবিত্র শুভ আষাঢ়ী পূর্ণিমা বৌদ্ধ ভিক্ষু সংঘ ও উপাসক- উপাসিকাদের জন্য মহাকল্যাণকর পবিত্র শুভ দিন।
এই মহান শুভ আষাঢ়ী পূর্ণিমা তিথিতেই তথাগত বু্দ্ধ ভিক্ষু সংঘদের জন্য বর্ষাবাস ব্রত পালন ও উপাসক- উপাসিকাদের অষ্টশীল উপোসথ শীল পালন করার জন্য নিয়ম প্রচলন করেন। এসব বিষয়াদি গভীর ভাবে জ্ঞান সম্প্রযুক্ত চিত্তে বিশ্বাস করলে বৌদ্ধদের জন্য অত্যন্ত তাৎপর্য স্মরণীয় ও বরণীয় তিথি।
সব শেষে করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য সমবেত প্রার্থনা করা হয় ।