শুক্রবার-৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি শাকপুরা ইউনিয়ন সংসদের উদ্যোগে শ্রী শ্রী দশভুজা গীতা অঙ্গনের শুভ উদ্বোধন

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) – বোয়ালখালী উপজেলা সংসদের আওতাধীন ৪ নং শাকপুরা ইউনিয়ন সংসদের উদ্যোগে এক আলোচনা সভা সম্প্রতি পূর্ব শাকপুরা শ্রী শ্রী দশভুজা মাতৃ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বাগীশিক-শাকপুরা ইউনিয়ন সংসদের সভাপতি শ্রী মিলন শীল-এর সভাপতিত্বে শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদের সম্মানিত সহ-সভাপতি শ্রীযুক্ত শম্ভু চৌধুরী। আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী দশভুজা মন্দিরের মহোৎসব উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি প্রকৌশলী উদয় শেখর দত্ত। শ্রীমতি বৃষ্টি দে এর গীতা পাঠের মধ্য দিয়ে এবং বাগীশিক শাকপুরা ইউনিয়ন সংসদের সাধারণ সম্পাদক শ্রী রনি চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী দশভুজা মাতৃ মন্দির পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, প্রাক্তন চেয়ারম্যান, শ্রীযুক্ত বাদল চন্দ্র দাশ ,

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক)-বোয়ালখালী উপজেলা সংসদের সন্মানিত সভাপতি, গীতানুরাগী, শিক্ষক সত্যপ্রিয় শীল। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী দশভুজা মাতৃ মন্দির পরিচালনা পর্ষদের সম্মানিত সাধারণ সম্পাদক শ্রী সাধন বিকাশ দে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী দশভুজা মাতৃ মন্দির পরিচালনা পর্ষদের সম্মানিত সহ-সভাপতি শ্রী মুকুল কানুনগো, বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদের সম্মানিত সিনিয়র সহ-সভাপতি শ্রী রুপন ধর, সহ-সাধারণ সম্পাদক শ্রী রানু মজুমদার, সাংগঠনিক সম্পাদক শ্রী কাঞ্চন চক্রবর্তী, নির্বাহী সদস্য শ্রী উজ্জ্বল শুক্ল দাশ, বিশিষ্ট ভাগবতীয় বক্তা শ্রী প্রদীপ কান্তি দে, বিশিষ্ট ব্যাংকার শ্রী সুবীর কান্তি দাশ, শ্রী বিপ্রম শীল, বাগীশিক পৌরসভা সংসদের সাধারণ সম্পাদক শ্রী জনি দাশ, বাগীশিক শাকপুরা ইউনিয়ন সংসদ সম্মানিত সহ-সভাপতি শ্রী জুয়েল দাশ, সহ-সাধারন সম্পাদক শ্রী মিন্টু দেবনাথ, অর্থ সম্পাদক শ্রী রিমন দে, সাংগঠনিক সম্পাদক শ্রী শান্ত চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক শ্রী প্রহর দাশ, টিসু নন্দী প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন শুভ দাশ দ্বীপ চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা বলেন গীতার উদার মানবীয়, বৈষম্যহীন,অসাম্প্রদায়িক ও জাগরণী আদর্শের আলোকে সমাজকে সুসংগঠিত করার প্রত্যয়ে গত ২০০৯ খ্রিস্টাব্দে বীর প্রসবিনী চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন সনাতনী সম্প্রদায়ের শেষ ঠিকানা ঐতিহাসিক অভয়মিত্র মহাশ্মশান প্রাঙ্গণে জন্ম নেয় “বাগীশিক “। বাগীশিক নামে সমধিক পরিচিত এই সংগঠনের পূর্ণনাম ” বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি”। বাগীশিক আজ কালের পরিক্রমায় ১৩ বছর বয়সী এই প্রতিশ্রুতিশীল সংগঠন নবীন প্রবীনের সমন্বয়ে সমগ্র দেশ, এমনকি আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলেছে তার কাজে। বর্তমানে বাগীশিক এক আদর্শ ঠিকানা, অনন্য সংগঠন। বক্তারা আরও বলেন সমাজে যখন মানুষ ধর্মশিক্ষা, গীতা শিক্ষা ও নৈতিক শিক্ষা কি কিংবা তার প্রয়োজনীয়তা কি ভুলে যেতে বসেছে কিংবা আদর্শ মানবতার সংকট দেখা দিয়েছে, ঠিক তখনই বাগীশিক এর জন্ম।

বাগীশিক উপলব্ধি করেছে বিশেষত শিশু কিশোর তরুণ তরুণীদের হাতে পবিত্র গীতা গ্রন্থ তুলে দিতে পারলেই একটি চমৎকার আগামী রচনা করা যাবে, বিনির্মান করা যাবে সমৃদ্ধ ভবিষ্যৎ। সভাপতি মহোদয় সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype