
ঢাকা ধর্মারাজিক বৌদ্ধ মহাবিহারে ১৮ সেপ্টেম্বর ২০২১ইং সকাল ১০ ঘটিকায় বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত H.E. Mrs. Makawadee Sumitmor, Ambassador of the Kingdom of Thailand এবং ঢাকায় অবস্থানরত থাইল্যান্ড দূতাবাসের কর্মকর্তারা ভিক্ষু সংঘের উদ্দ্যেশে সংঘদান ও কোভিড- ১৯ সুরক্ষা সামগ্রী দান করেন

এতে ভিক্ষু সংঘ তাঁদের মঙ্গল কামনায় পরিত্রাণ পাঠ ও পূূণ্যদান করা হয়। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহামান্য সভাপতি পূজনীয় বুদ্ধপ্রিয় মহাথের মহোদয়ের নির্দেশনায় এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব মি. পি আর বড়ুয়া’র পরিচালনায় উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উদ্ধর্তন সহ-সভাপতি একুশে পদক প্রাপ্ত প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের অন্যান্য উদ্ধর্তন নেতৃবৃন্দ।