
:ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বকর্মা পুজা (Viswakarma Puja) পালিত হয়েছে। রামনাথ হাট বিশ্বকর্মা পুজা উদযাপন কমিটির আয়োজনে ১৭ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে রুহিয়া থানার রামনাথ হাট শ্রী শ্রী কালি ও দুর্গা মন্দিরে এলাকার সনাতন ধর্মাবলম্বীর অনুসারীরা ভগবান বিশ্বকর্মার (Lord Viswakarma) আরাধনা/পুজা করেন। এ সময় উপস্থিত ছিলেন, বিশ্বকর্মা পুজা উদযাপন কমিটির সভাপতি পরেশ চন্দ্র সেন, সহ-সভাপতি রামকৃষ্ণ রায়, বিরেন্দ্রনাথ রায়, গনেশ চন্দ্র রায়, সাধারন সম্পাদক ভবানী চন্দ্র রায়, কামিনী রায়সহ সনাতন ধর্মাবলম্বীর ভক্তবৃন্দ। এখানে উল্লেখ্য যে, রুহিয়া থানার অন্যান্য ইউনিয়নেও সনাতন ধর্মাবলম্বীর অনুসারীরা বিশ্বকর্মা পুজা উদযাপন করেন।
সনাতন ধর্মাবলম্বীদের মতে বিশ্বকর্মাকে মূলত দেবতাদের ইঞ্জিনিয়ার বলা হয়। ঋক বেদে উল্লেখ্য দেবতাদের মধ্যে একজন হলেন বিশ্বকর্মা। লক্ষ্য করা যায়, প্রায় প্রতি বছরই বিশ্বকর্মা পুজা বছরের একটি নির্দিষ্ট দিনে হয়ে থাকে। কারণ, মনে করা হয়, কন্যা সংক্রান্তির দিনেই এসেছিলেন বিশ্বকর্মা।