
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার জন্মদিন আজ (১৩সেপ্টেম্বর)। জন্মদিন উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান মন্ত্রণালয়ে কেক কাটেন ও মোনাজাত করেন। ১৯৫৭ সালের এই দিনে জন্মগ্রহণ করেন শেখ রেহানা।
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বাঙালির আপামর জনসাধারণের প্রিয় ‘ছোট আপা’ শেখ রেহানা ছায়া হয়ে, আলো হয়ে, পরামর্শ দিয়ে প্রতিনিয়ত আগলে রাখছেন বোন শেখ হাসিনাকে। আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর জেষ্ঠ্যকন্যা দেশরত্ন শেখ হাসিনা ও কনিষ্ঠকন্যা শেখ রেহানা দশ বছরের ছোট-বড় হলেও তাঁরা অভিন্নসত্তা, বিনিসুতার মালায় গাঁথা দু’টি বোন। আমাদের সকল আশার বাতিঘর তাঁরা দুইবোন।
এই জাতিরাষ্ট্রের জন্য তাঁরা আশা-ভরসার জায়গা বা স্থল। বাংলাদেশের একজন নাগরিক, মুজিব আদর্শের সৈনিক ও একজন রাজনীতিবিদ হিসেবে আমি তাঁর জন্মদিনে কেক কেটে শুভেচ্ছা জানাচ্ছি ও দোয়া করছি। মহান রাব্বুল আল-আমীন যেন আমাদের বঙ্গবন্ধুর রেখে যাওয়া দুই আমানতকে রক্ষা করেন, তাদের সুস্থ ও নিরাপদ রাখেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর দুইকন্যা অতন্দ্র প্রহরীর মতো আমাদের দেশকে রক্ষাকবচ হয়ে রক্ষা করেন।
পরে সহকারী সচিব রাশেদুল হাসানের পরিচালনায় দোয়া ও মোনাজাতের শেখ রেহানার নিরাপদ ও দীর্ঘজীবন কামনা করা হয়।
কেক কাটা ও মোনাজাতে উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের উপ-পরিচালক বিদ্যুৎ বড়ুয়া, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা গিয়াস উদ্দিন, ব্যক্তিগত কর্মকর্তা জাহিদ নাঈম ও সামিউল আলম সামী।