
দীর্ঘ দেড় বছর পর স্কুল-কলেজ খোলায় খুশি রুহিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। করোনার মহামারীর কারণে দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীরা বাড়িতে থাকতে থাকতে হাফিয়ে পড়েছিল। অবশেষে রোববার থেকে স্কুল কলেজ সহ সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থীরা দলবেঁধে স্কুল কলেজে আসতে পেরে তাদের মাঝে আনন্দ উদ্দীপনা লক্ষ্য করস গেছে।
দীর্ঘদিন পর শিক্ষক ও সহপাঠিদের সঙ্গে দেখা হবে ও খেলাধুলা করতে পারবে ভেবে শিক্ষার্থীরা নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অবশ্য প্রতিষ্ঠান কর্তপক্ষের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানা, মাস্ক ও হাত ধোয়ার ব্যাবস্থা করা হয়েছে । তারপরও সরকারি নীতিমালা মেনে একক দিন একেক শ্রেনীর শিক্ষার্থীদের স্কুলে ক্লাশের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ