বুধবার-১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

একেএম ফজলুল কবির চৌধুরীর ৪৯ তম মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা

বিশিষ্ট রাজনীতিবিদ, পার্লামেন্টারিয়ান রেল মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর বাবা একেএম ফজলুল কবির চৌধুরীর ৪৯ তম মৃত্যুবার্ষিকী ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার পালিত হয়। এ উপলক্ষে মরহুমের গহিরার বাড়ির মসজিদে খতমে কোরআন, মিলাদ মাহফিল, মোনাজাত ও এতিম শিক্ষার্থীদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়।

মিলাদ মাহফিল, মোনাজাত পরিচালনা করেন মাওলানা বোরহান কাদের। এ সময় উপস্থিত ছিলেন রেল মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, মরহুমের ছেলে এবিএম ফজলে শহীদ চৌধুরী, উপজেলা আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, কাজী ইকবাল, হামরুল হাসান বাহাদুর, ইরফান আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, চেয়ারম্যান শফিকুল ইসলাম, আবদুর রহমান চৌধুরী, প্রিয়তোষ চৌধুরী, সরোয়ার্দী সিকদার, নুরুল আবছার বাশি, বিএম জসিম উদ্দিন হিরু, সুকুমার বড়ুয়া, রোকন উদ্দিন, আব্বাস উদ্দিন আহম্মদ, সাহাবুউদ্দিন আরিফ, ভুপেশ বড়ুয়া, আবদুল জব্বার সোহেল, বাবুল মিয়া, রাউজান পৌরসভার কাউন্সিলর আলমগীর আলী,শওকত হাসান চৌধুরী, এডভোকেট সমীর দাশ গুপ্ত, জানে আলম জনি, আজাদ হোসেন, এডভোকেট দিলীপ কুমার চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, মুছা আলম খাঁন চৌধুরী, আব্দুল লতিফ,যুবলীগ নেতা সুমন দে, সারজু মোঃ নাছের,শওকত হোসেন, আহসান হাবিব চৌধুরী, হাসান মোঃ রাসেল, জিয়াউল হক রোকন, ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান মাসুদ, যুবলীগ নেতা আবু ছালেক, ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন পিবলু, অনুর্প চক্রবর্তী, আসিফ, আরমান সিকদার, ফয়সাল মাহমুদ প্রমুখ।এছাড়াও মরহুম একেএম ফজলুল কবির চৌধুরীর ৪৯ তম মৃত্যুবাষিকীতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা, রাউজান উপজেলা প্রশাসন, রাউজান থানা পুলিশ, রাউজান প্রেস ক্লাব, গহিরা কলেজ, রাউজান সরকারি কলেজ ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকেও মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype