
গাউছিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলার সমদ আলি সিকদার পাড়া ইউনিট শাখার উদ্যোগে ৪র্থ তম আজিমুশ্শান মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে ।
গত ৩১ আগষ্ট মঙ্গলবার মগদাই সমদ আলি সিকদার পাড়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে আবু তালেবের সভাপতিত্বে মিলাদ মাহফিলের উদ্বোধক ছিলেন সফিউল আজম কোম্পানী ।
প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব মাওলানা জিল্লুর রহমান , বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আজিজুল ইসলাম আলকাদেরি ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহম্মদ সৈয়দ , আবদুল মালেক মেম্বার , মোহাম্মদ সামশুল আলম সওদাগর ।
মিলাদ ও সালামী পেশ করেন আলহাজ্ব হাফেজ মোহাম্মদ হারুন ।
আরো উপস্থিত ছিলেন মহিম উদ্দিন মহিম,রফিক , নুর মোহাম্মদ , আরিফ,আবদুল মাবুদ ও শাহআলম প্রমুখ ।