মঙ্গলবার-১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি

স্বাস্থ্যবিধি মেনে রামগড়ে জম্মাষ্টমী উৎসব পালন

 খাগড়াছড়ির রামগড়ে সীমিত পরিসরে পালিত হচ্ছে সনাতন ধর্মবলম্বীদের অন্যতম উৎসব জন্মাষ্টমী। যথাযথ ধর্মীয় ভাবগার্ম্ভীযের মধ্য দিয়ে এই উৎসব পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষ্যে শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালিবাড়ী মন্দির এর পরিচালনা পর্ষদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহন করে।
তবে বৈশ্বিক করোনা প্রার্দুভাবের কারণে গত বছরের ন্যায় এ বছরেও কোন শোভাযাত্রা বের করা হয়নি। সোমবার (৩০ আগষ্ট)দিনব্যাপী শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালি বাড়ী মন্দির প্রাঙ্গনে পূজার আয়োজন করা হয়েছে। শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালিবাড়ী মন্দিরের পরিচালনা পর্ষদের সভাপতি শ্যামল রুদ্র ও সাধারণ সম্পাদক প্রমোদ বিহারী নাথ এ প্রতিনিধিকে জানান,সরকারি বিধি নিষেধ থাকায় এবছর শোভাযাত্রা বের করা হয়নি। স্বাস্থ্যবিধি মেনে মন্দিরেই বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করার পাশাপাশি জন্মাষ্টমী পূজা,গীতা পাঠ ও বিশ্বশান্তি কামনায় এবং করোনা থেকে মুক্তি লাভে বিশেষ প্রার্থনার করা হয়েছে বলে জানান।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype