
মানিকছড়ি উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ডিপ্লোমা কৃষিবিদের বদলীজনিত বিদায় উপলক্ষে এক বিদায়ানুষ্ঠান রবিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
২৯ আগস্ট উপজেলা কৃষি অফিস হল রুমে ডিপ্লোমা কৃষিবিদ উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বদলীজনিত বিদায় উপলক্ষে এক বিদায়ানুষ্ঠান অনুঠিত হয়। ফলে বিদায়ী কর্মস্থলে তাঁর বিদায়ানুষ্ঠান আয়োজন করেন উপজেলা কৃষি অফিস।
এতে বিদায়ীর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, সকল উপসহকারী কৃষি কর্মকর্তা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, উপজেলা কৃষি সম্প্রারণ কর্মকর্তা মো. সালাহউদ্দিন আফ্রাদ ,কৃষি কর্মকর্তা মো. হাসিনুর রহমান। পরে বিদায়ীর হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন আয়োজকরা।