
বিশ্বজুড়ে স্বস্তির খবর হল ইতোমধ্যে ১৯ কোটি ৪০ লাখের বেশি মানুষ এই ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছেন। বিভিন্ন দেশে এই ভাইরাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৫ লাখ ১৫ হাজার মানুষের। আক্রান্ত হয়েছেন ২১ কোটি ৭২ লাখের বেশি মানুষ।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছে ৪৫ লাখ ১৪ হাজার ৮৫২ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে বিশ্বের ২১ কোটি ৭২ লাখ ২ হাজার ১৩৯ জন মানুষ।
তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ১৯ কোটি ৪০ লাখ ৯৬ হাজার ৯৫০ জন সুস্থ হয়েছে।