
বাংলাদেশের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচেই ক্রিকেট বিশ্বের নজর কাড়েন নাথান এলিস। গত ৬ আগস্ট মিরপুরে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেন এই অজি। বাংলাদেশের বিপক্ষে ওই সিরিজের দুই ম্যাচ খেলে পাঁচ উইকেট নিয়ে দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন রিজার্ভ খেলোয়াড় হিসেবে। এবার আইপিএলেও ডাক পেয়ে গেলেন তিনি।
উদীয়মান তারকা এলিসের সঙ্গে চুক্তি করেছে পাঞ্জাব কিংস। মানে বিশ্বকাপের ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে আগেভাগেই যাচ্ছেন ২৬ বছর বয়সী পেসার। বিশ্বকাপ দলে ডাক পাওয়া আরও ১১ জন অবশিষ্ট আইপিএল খেলতে মধ্যপ্রাচ্যের দেশটিতে যাবেন।
দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটার ঝাই রিচার্ডসন ও রিলি মেরেডিথ বাকি আইপিএল থেকে ছিটকে যাওয়ায় এই সিদ্ধান্ত নিলো পাঞ্জাব। দলের প্রধান নির্বাহী সতীশ মেনন এই তথ্য নিশ্চিত করেছেন ভারতের ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।