
রাউজান চট্টগ্রামের রাউজানে প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।কর্মসূচির মধ্যে ছিল উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে খতমে কুরআন ও দোয়া মাহফিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী সভা। অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি ছিলেন সাংসদ ফজলে করিম চৌধুরী।
সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন সাংসদ ফজলে করিম চৌধুরী, রাউজান উপজেলা প্রশাসন, রাউজান উপজেলা আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে উপজেলা অডিটোরিয়ামে ইউএনও জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, রাউজান থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল হারুন।
সভা শেষে বিভিন্ন নারী-পুরুষ উদ্যোক্তাদের ঋণ প্রদান, ১৩জন দরিদ্র নারী-পুরুষকে ইসলামি ফাউন্ডেশন থেকে ৪৯ হাজার টাকা যাকাত প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। এছাড়া উপজেলা চত্বরে মুক্তিযোদ্ধা সহ জনপ্রতিনিধিদের মাঝে উন্নত খেজুর বিতরণ করেন প্রধান অতিথি। সকালে উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুগ্ন সম্পাদক বশির উদ্দিন খাঁনের পরিচালনায় সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।জাতীয় শোক দিবস উপলক্ষে রাউজানের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডের জন্য বিনামূল্যে ঔষধ বিতরণ করেন সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী।