
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল এর ৭২তম জন্মদিনে মানিকছড়ি উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, পুলিশ, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে।
৫ আগস্ট সকাল ৯ টায় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন দলীয় অফিস চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্যে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সফিউল আলম চৌধুরী, আওয়ামীলীগ নেতা মোঃ জাহেদুল আলম মাসুদ যুবলীগ সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামু, সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ সভাপতি মোঃ জামাল হোসেন, সম্পাদক চলাপ্রু মারমা নিলয়সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।