
নিজস্ব প্রতিবেদক
সুস্থ ও সুন্দর সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য এই স্লোগানকে সামনে রেখে আজ ২৬ জুলাই ২০২১ সকাল ১১টায় সংগঠনের কার্যালয়ে সভাপতি মো মাহাফুজ উল্লাহ চৌধুরী সুমন এর সভাপতিত্বে এক সপ্তাহের জন্য ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক ও সেবামূলক সংগঠন ওয়ালী চৌধুরী স্মৃতি সংসদের উদোগে কোভিড-১৯ করোনার ভ্যাকসিন গ্রহনের জন্য ফ্রি নিবন্ধন ও করোনার টিকা গ্রহনে সচেতনতা তৈরি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিক এ ফ্রি টিকা নিবন্ধন ও সচেতনতা কার্যক্রম উদ্বোধন করেন সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্রগ্রাম জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহাফুজ উল্লাহ চৌধূরী (সুমন)।
এসময় মো মাহাফুজ উল্লাহ চৌধুরী সুমন বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের সকল মানুষের জন্য ফ্রি করোনার টিকা প্রাপ্তির ব্যবস্থা করে বিশ্বে নজির স্হাপন করেছন। দেশে করোনার সংক্রমণকালের শুরু থেকে জীবন ও জীবিকার সমন্বয় করে দেশকে এগিয় নিয়ে যাচ্ছেন, এটি এখন বিশ্ববাসীর কাছে এক অনন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক সায়েদ ইফতেখার ফয়সাল, দপ্তর সম্পাদক জাহেদুল করিম, সংসদের নির্বাহী সদস্য মো: সাইমন, মো: নাইমন, মেজবাহ উদ্দীন, মো: রাহাত, মো: নাদিম, শিশু কিশোর শাখার সভাপতি মো: অপি ও সাধারণ সম্পাদক মো: মুন্নাসহ অন্যান্য সদস্যবৃন্দরা। এ কার্যক্রম প্রতিদিন বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এক সপ্তাহব্যাপী চলবে। এ সংগঠন প্রতিষ্ঠার পর থেকে ভালো কাজ যেখানে ওয়ালী চৌধুরী স্মৃতি সংসদ সেখানে এ কার্যক্রমের আওতায় সামাজিক এ কার্যক্রম চলছে।