শুক্রবার-১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ-১৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি

৩০ হাজার প্রতিষ্ঠানে সাইবার হামলার অভিযোগ চীনের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো চলতি বছরের শুরুতে এ সাইবার হামলা চালানো হয় বলে দাবি করছে, সম্প্রতি বিবিসি একটি বিবৃতিতে জানায়। মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভারে এই হামলা হয়েছে চীনা ভূখণ্ড থেকে।

যুক্তরাজ্য বলছে, ব্যক্তিগত ও বুদ্ধিবৃত্তিক তথ্য নেয়ার জন্য এমনটি করেছে। ধারণা করা হচ্ছে, বিশ্বব্যাপী অন্তত ৩০ হাজার প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে।

এদিকে, ক্যালিফোর্নিয়ার ভারপ্রাপ্ত অ্যাটর্নি রেন্ডি গ্রোস ম্যান জানিয়েছেন, কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সরকারি, বেসরকারি সংস্থা ও বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করে হ্যাকিং অভিযান চালিয়ে আসছে চীন। যদিও চীন বরাবরের মতো এমন অভিযোগ অস্বীকার করে আসছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype