
নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় বক্তারা বাঙালির হাজার বছরের গৌরবময় ইতিহাসে আওয়ামী লীগ-বঙ্গবন্ধু-বাংলাদেশ-শেখ হাসিনা অভিন্ন বাঙালির সকল আন্দোলন, সংগ্রাম ও গৌরবময় ইতিহাসের বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতির জনক বঙ্গহবন্ধু শেখ মুজিবুর রহমান এক অবিচ্ছেদ্য অংশ।
কালজয়ী ইতিহাসের প্রতিটি অধ্যায়ে আওয়ামী লীগ-বঙ্গবন্ধু-বাংলাদেশ- শেখ হাসিনা এক ও অভিন্ন। বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবময় ইতিহাস মানে মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম, বাঙালি জাতীয়তাবাদ, অসাম্প্রদায়িক চেতনা, ধর্ম নিরপেক্ষতা ও মুক্তচিন্তা চেতনার শুদ্ধতার ইতিহাস। আর এ কালজয়ী ইতিহাসের স্বর্ণালী অধ্যায়ের বঙ্গবন্ধু-আওয়ামী লীগ-শেখ হাসিনার অগ্রযাত্রার ইতিহাস। বাঙালির ইতিহাস মানে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ইতিহাস। বঙ্গবন্ধুর ইতিহাস মানে আওয়ামী লীগের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস মানে শেখ হাসিনার ইতিহাস। বঙ্গবন্ধু, বাংলাদেশ, বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনার একটি অবিচ্ছেদ্য অংশ। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী একথা বলেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আজ ২৬ জুন শনিবার বিকাল ৫টায় নগরের মোমিন রোডস্থ সুপ্রভাত স্টুডিও হলে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু-বাংলাদেশ-আওয়ামী লীগ-শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা সংগঠনের সভাপতি অধ্যাপক অ্যাডভোকেট কামরুন নাহার বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানব বিদ্যা বিভাগের সাবেক ডিন, চবির শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ইতিহাস গবেষক অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি মো: কামাল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মো: কামাল উদ্দিন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মো: মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক মো: মমতাজ উদ্দিন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে ড. সেকান্দর চৌধুরী বলেন, আওয়ামী লীগের ইতিহাস মানে উন্নয়ন ও অগ্রযাত্রার ইতিহাস। বঙ্গবন্ধু মুজিবের স্বপ্নের সোনার বাংলাদেশ আজ তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ। ড. সেকান্দর আরো বলেন, তরুণ প্রজন্মকে আওয়ামীলীগের ইতিহাস ও বঙ্গবন্ধু মুজিবের ইতিহাস তুলে ধরতে হবে। কারণ আগামী প্রজন্মই সমৃদ্ধ বাংলাদেশের নেতৃত্ব দেবে। সংগঠনের সদস্য রাশেদা বিনতে ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল বশর, যুগ্ম সাধারণ সম্পাদক স.ম. জিয়াউর রহমান, হাজী মো: সেলিম রহমান, অর্থ সম্পাদক কাজী ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক সি.আর. বিধান বড়ুয়া, সমাজ কল্যাণ সম্পাদক মো: হাসান মুরাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মহিউল ইসলাম, আইন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি জেসমিন আকতার জেসী, জেলা কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজল প্রিয় বড়ুয়া, সহ-প্রচার সম্পাদক নাজমুল হুদা, সদস্য মো. জামাল হোসেন, শেলী চৌধুরী, জয়া চৌধুরী, লাকী আক্তার, সাথী কামাল, মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা ছবির আহমেদ, নাসরিন আক্তার নাহিদা, রাঙ্গুনিয়া উপজেলা শাখার সহ-সভাপতি কৃষ্ণপদ রায়, আশীষ চৌধুরী, সমতা বড়ুয়া, সালু কুমার বড়ুয়া, মৃত্তিকা বড়ুয়া, বৃষ্টি বড়ুয়া, যুবলীগ নেতা ইসমাইল হোসেন আজাদ, মো: আবদুল আজীজ, মো: ইমতিয়াজ, মো: আবু বক্কর ছিদ্দিক, মো: সাজ্জাদ, মো: মনচুর, সাবিহা সুলতানা, জান্নাতুল মাওয়া প্রমুখ