
অনলাইন ডেস্ক
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ইউটার্নে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান।
নিহতরা হলেন, ঢাকার নতুন বাড্ডা এলাকার মিরাজ হোসেন (১৮), রামপুরা এলাকার বেলাল হোসেন (৩৫) ও লক্ষীপুর জেলার হামন্দী এলাকার ফখরুল আলম দুলাল (৫২)। নিহত বেলাল প্রাইভেটকার চালক। আহত হয়েছেন মাহবুুুব নামের একজন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত শেষ রাতে ঢাকামুখী একটি বাস ইউটার্ন নেয়ার সময় এ ঘটনা ঘটে।
নিহত মিরাজের বড় ভাই মোঃ মনির বলেন, নোয়াখালীর উদ্দেশ্যে ঢাকা থেকে বের হয়। শেষ রাতে দুর্ঘটনার খবর পাই।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন , লাশ উদ্ধার করে থানায় এনেছি। প্রাইভেটকার চালক বেলাল ঢাকায় নেয়ার পথে মারা যায়। আমরা বাস ও প্রাইভেটকারটিকে থানায় নিয়ে এসেছি।