শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ২৮ জুন পর্যন্ত

অনলাইন ডেস্ক

জাতীয় সংসদের বাজেট অধিবেশন চলতি মাসের ২৮ জুন পর্যন্ত মুলতবি করা হয়েছে। আজ বৃহস্পতিবার অধিবেশন শেষে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এ মুলতবি করেন।
এদিকে টানা ৬ দিন বিরতি দিয়ে ১৪ জুন থেকে বাজেটের ওপর সাধারণ আলোচনা হয়। ১৫, ১৬, ১৭ জুন পর্যন্ত চলে। অধিবেশন শুরু হলে আগামী ২৮ জুনও সাধারণ আলোচনা হবে।

এর আগে, স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ২ জুন বাজেট অধিবেশন শুরু হয় এবং ৩ জুন ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

দুই দিন বিরতি দিয়ে ৬ জুন থেকে শুরু হয় বাজেট প্রস্তাবনার ওপর আলোচনা। ৭ জুন সম্পূরক বাজেট পাসের পর অধিবেশনের ১৪ জুন পর্যন্ত মুলতবি করা হয়। ১ জুলাই সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের ভাষণের মধ্য দিয়ে করোনাকালের দ্বিতীয় বাজেট অধিবেশন শেষ হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype