রবিবার-১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে আষাঢ়ের প্রথম দিনেই বৃষ্টি

চট্টগ্রামে আষাঢ়ের প্রথম দিনেই বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক : আজ আষাঢ় মাসের প্রথম দিন। মেঘাচ্ছন্ন আকাশ সকাল থেকেই। সকাল ১০টা থেকে শুরু হয় বৃষ্টি।

আবহাওয়া অফিস জানিয়েছে যে, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রামে ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এছাড়াও মৌসুমী বায়ুর প্রভাবে আজ সারাদিন থেমে থেমে এ অবস্থা চলতে পারে।

১৫ জুন (মঙ্গলবার) আবহাওয়া অধিদফতর চট্টগ্রামের উপ-পরিচালক সৈয়দ আবুল হাসানাৎ বলেন, ‘মৌসুমী বায়ুর প্রভাবে সকাল থেকে খুব সামান্য বৃষ্টিপাত হয়েছে। আজকে পুরোদিন আকাশ মেঘাচ্ছন্ন ও থেমে থেমে বৃষ্টি হতে পারে।

এ সময়ের বৃষ্টিপাতের সুবিধা হচ্ছে বজ্রপাত কম হয়। কিন্তু পশ্চিমা লঘুচাপ থাকলে তবে বজ্রপাত হয়।’

সকাল থেকে বৃষ্টিপাতের কারণে পথচারীরা পড়েছেন মারাত্মক ভোগান্তিতে। বেশিরভাগ পথচারী ছাতা ছাড়া বের হয়ে বিপাকে পড়েছেন। অনেকে বৃষ্টিতে ভিজেই কর্মস্থলে গেছেন।

বর্ষাকে সামনে রেখে নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে ১৪ জুন (সোমবার) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কার্যালয়ে সব সেবা সংস্থার সমন্বয় সভা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype