রবিবার-১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

স্বাধীনভাবে মেয়েদের বেড়ে ওঠার সুযোগ দিতে হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
ছেলেদের মতো করে মেয়েদের স্বাধীনভাবে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন। মেয়ে শিক্ষিত হলে সব জায়গায় নিজেদের স্থান করে নিতে পারবে। তাদেরকে উচ্চশিক্ষা দিতে তিনি সব বাবাদের আহ্বান জানান।

বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস বিবিএফজি প্রকল্পের উদ্যোগে চ্যাম্পিয়ন বাবাগণের মাঝে ব্যাগ ও ছাতা উপহার দিচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন এমপি।
১০ জুন(বৃহস্পতিবার) দুপুরে আরডিআরএস চিলমারী অফিস চত্বরে সিডা ও প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্পের উদ্যোগে চ্যাম্পিয়ন বাবাদের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা খাতুন, বিবিএফজি প্রকল্পের সমন্বয়কারী মো. আব্দুল্লাহ আল মামুন, প্রজেক্ট অফিসার রেদওয়ান সাথিল,উপজেলা সমন্বয়কারী ফারজানা ফৌজিয়াসহ অনেকে।

পরে চিলমারী উপজেলার ৫৪জন চ্যাম্পিয়ন বাবাদের ব্যাগ ও ছাতা উপহার দেয়া হয়।
ইতিহাস৭১টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো, লাইক,শেয়ার করবেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype