সোমবার-১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

অস্ত্রসহ যুবক আটক চট্টগ্রামে


নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। উক্ত যুবকের নাম মো. আব্দুস সোবহান ওরফে সাগর (২৫)। ২ জুন (বুধবার) রাতে সলিমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, মো. আব্দুস সোবহান বাঁশখালীর পূর্ব চাম্বল এলাকার বাসিন্দা আবদুল খালেকের ছেলে।

র‌্যাব জানায়, বায়েজিদ থানার সলিমপুর এলাকায় একদল ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে- এমন সংবাদে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে উপস্থিত সবার সামনে আটক যুবকের দেহ তল্লাশি করে অস্ত্র জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার বলেন, ‘তার বিরুদ্ধে বায়েজিদ থানায় একটি অস্ত্র মামলা রয়েছে। তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বায়েজিদ থানায় হস্তান্তর করা হয়েছে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype