বুধবার-১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ক্রিকেট বিশ্বকাপে দল বাড়ানোর সিদ্ধান্ত

 

 

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ ক্রিকেটে ১০ দলের বদলে ১৪টি দল অংশ নেবে। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। আর ২০২৪ সাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ২০টি দল। চ্যাম্পিয়নস ট্রফি বা মিনি ওয়ার্ল্ড কাপও আবার শুরু হচ্ছে।

মঙ্গলবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার বোর্ডের বৈঠক শেষে এসব তথ্য জানানো হয়।

এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ২০২৭ এবং ২০৩১ সালের বিশ্বকাপে মোট ৫৪টি ম্যাচ হবে, খেলবে ১৪টি দল। ২০২৪, ২০২৬, ২০২৮ এবং ২০৩০ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০টি দল খেলবে। সেখানে মোট ৫৫টি ম্যাচ হবে।
২০১৫ সালের বিশ্বকাপে মোট ১৪টি দল খেলেছিল। কিন্তু ২০১৯ বিশ্বকাপে আবার তা কমিয়ে ১০টি দলের করা হয়।

চ্যাম্পিয়নস ট্রফি শেষবার হয়েছিল ২০১৭ সালে। আইসিসি সিদ্ধান্ত নিয়েছে ২০২৫ এবং ২০২৯ সালে আবার এই প্রতিযোগিতা শুরু হবে।

এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কে আইসিসি জানিয়েছে, আয়োজক দেশ কারা হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এই মাসেই হবে। তবে এটা নিশ্চিত করে বলা যায়, প্রতিযোগিতা যেখানেই হোক না কেন, ভারতীয় ক্রিকেট বোর্ডই প্রতিযোগিতার আয়োজক হিসেবে থাকবে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype