
নিজস্ব প্রতিবেদক
বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বৈশাখী পুর্নিমা উপলক্ষে ওয়ার্ল্ড বুড্ডিস্ট এসোসিয়েশন ইন বাংলাদেশের উদ্যোগে শুভ বুদ্ধ পুর্নিমা ও জাতিসংঘ কতৃক স্বিকৃত ভেসাক ডে উদযাপন করা হয়েছে । ২৮ মে ২০২১ শুক্রবার ঢাকাস্থ স্থানীয় এক হোটেলে সারাদিন ব্যাপি অনুষ্ঠানের মধ্যে ছিল অষ্টপরিস্কার সহ সংঘদান , আলোচনা সভা ও বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা ।
মিরপুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞানন্দ থেরর সভাপতিত্বে ১ম পর্বের অনুষ্ঠান পরিচালনা করেন সেজুতি বড়ুয়া , এবং একক সদ্ধর্মদেশনা করেন ভদন্ত প্রজ্ঞামিত্র ভিক্ষু ।
২য় পর্বের অনুষ্ঠানের মধ্যে ছিল বৈশাখী পূর্নিমার তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও । জাতিসংঘ কর্তৃক স্বীকৃত বৈশাখী পুর্নি মার তাৎপর্য নিয়ে আলোচনা এবং বার্ষিক সাধারন সভা ও বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা ভদন্ত প্রজ্ঞামিত্র ভিক্ষুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।
এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি লায়ন রিংকু কুমার বড়ুয়া বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভুষন বড়ুয়া, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাবেক সভাপতি নেত্রসেন বড়ুয়া, প্রফেসর ডাক্তার উত্তম কুমার বড়ুয়া, সংগঠনের সাধারন সম্পাদক সুরজিৎ বড়ুয়া , সংগঠনের চট্টগ্রাম শাখার সভাপতি জিনাংশু বড়ুয়া, সাধারন সম্পাদক সঞ্চয়ন বড়ুয়া, সহসভাপতি রতন বড়ুয়া, প্রনব বড়ুয়া,ইঞ্জিনিয়ার দেবাশীষ বড়ুয়া, সহ আরো অনেকেই । সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উজ্জল বড়ুয়া ও সেজুতি বড়ুয়া ।