মঙ্গলবার-১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রামগড়ে প্রধানমন্ত্রীর শিশুখাদ্য উপহার পেলো শিশুরা

রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতাঃ বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী সাধারণ ছুটি আর লকডাউন চলছে। এ পরিস্থিতিতে কর্মহীন হয়ে পরা খেটে খাওয়া পরিবারের শিশুদের পুষ্টির কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর উপহার শিশু খাদ্য পৌছে দিচ্ছেন রামগড় উপজেলা প্রশাসন। বৃহঃবার (২৭) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন সংলগ্ন ১নং রামগড় ইউপি’র পুরাতন কার্যালয় মাঠে প্রধানমন্ত্রীর উপহার শিশুখাদ্য অসহায় মায়েদের হাতে তুলে দেন খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ সাইদ মোমেন মজুমদার। এসময় উপস্থিত ছিলেন, ইউএনও মু.মাহমুদ উল্লাহ মারুফ, পিআইও মনসুর আলী, ১নং ইউপি চেয়ারম্যান শাহআলম মজুমদার। শিশু খাদ্য বিতরণ কালে খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ সাইদ মোমেন মজুমদার প্রধানমন্ত্রীর উপহার শিশু খাদ্য বিতরণ কালে মায়েদের উদেশ্য বলেন, করোনা পরিস্থিতিনির্ভর মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চললে নিজে সুস্থ থাকার পাশাপাশি পরিবার ও শিশুদেরকে নিরাপদ রাখা সম্ভব। সকলকে সরকারের দেয়া স্বাস্থ্য সর্তকতা মেনে চলার আহ্বান জানান। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনসুর আলী জানান, রামগড় উপজেলার দুই ইউনিয়নে ১৯৬ জন শিশু প্রথম পর্যায়ে পাচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জিআর এর সহযোগীতায় এ উপহার যা চলমান রয়েছে শিশুখাদ্য বিতরণ কার্যক্রম বলে জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype