
নিজস্ব প্রতিবেদক : আরো অন্তত পাঁচ দিন সৌদি আরবের তিন গন্তব্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট শুরুর জন্য অপেক্ষা করতে হবে।
পূর্ব ঘোষণা অনুযায়ী ২৪ মে মধ্যপ্রাচ্যের দেশটিতে ফ্লাইট শুরু করতে পারছে না রাষ্ট্রীয় পতাকাবাহী এ প্রতিষ্ঠান। বিমানের নতুন ঘোষণা অনুযায়ী, সৌদি আরবে ফ্লাইট শুরু হবে ২৯ মে।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সৌদি সরকারের কঠোর বিধিনিষেধের কারণে গত ২০ মে থেকে দেশটির তিন গন্তব্য রিয়াদ, দাম্মাম ও জেদ্দায় ফ্লাইট বন্ধ রেখেছে বিমান।
২৩ মে (রবিবার) রাতে বিমানের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরবে হোটেল কোয়ারেন্টিন প্যাকেজ সুবিধা নিশ্চিতকরণ সাপেক্ষে আগামী ২৯ মে ফ্লাইট পরিচালনা শুরু হতে যাচ্ছে।
সৌদি গমনেচ্ছুদের হোটেল বুকিংসহ কোয়ারেন্টিন প্যাকেজ ও বিমানের আসন সংরক্ষণের জন্য নিকটস্থ সেলস কাউন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এতে বলা হয়েছে, ভিসার মেয়াদের ওপর অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীদের আসন সংরক্ষণ করা হবে।