শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ফিলিস্তিনিদের পক্ষে মানববন্ধন করেন ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক : নিরহ ফিলিস্তিনিদের উপর ইসরাইলের সাম্রাজ্যবাদী আগ্রাসন-হামলা এবং নির্বিচারে নারী-শিশু হত্যার প্রতিবাদে ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগ ও

মহানগর শাখার উদ্যোগে আজ ১৯ মে (বুধবার) বিকেলে নগরীর মোমিন রোডস্থ ঐতিহাসিক চেরাগী চত্বরে মানববন্ধন
বিভাগীয় শাখার সভাপতি মো হাসান মুরাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এসময় নেতৃবৃন্দরা বলেন, ইসরাইল নিরহ ফিলিস্তিনিদের উপর বিরামহীনভাবে এবং অন্যায়ভাবে রাষ্ট্রীয় আগ্রাসনমূলক সন্ত্রাস চালাচ্ছে।

প্রতিদিনই কোন কোন ফিলিস্তিনি ঘরবাড়ি-সরকারি স্থাপনা বুলডোজার ও কামান দিয়ে গুড়িয়ে দিচ্ছে এতে তাদের ভিটা মাটি ও ফসলের জমি জোড়পূর্বক দখল করছে।

এসময় বক্তারা আরো বলেন, বেসামরিক নাগরিকদের উপর বিশেষ করে নারী ও শিশুদের উপর হামলা সামরিক আইন ও মানবাধিকার আইন লঙ্ঘনের সামিল।

অবিলম্বে ইসরাইল কর্তৃক নিরহ ফিলিস্তিনি জনসাধারণের উপর হামলা বন্ধে এবং নারী-শিশু হত্যা যজ্ঞ বন্ধে জাতিসংঘের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

এসময় বক্তারা জাতিসংঘের কাছে জরুরি বৈঠক ডেকে নিরহ ফিলিস্তিনিদের উপর হামলা ও নির্বিচারে নারী-শিশু হত্যা বন্ধের জোড়ালো দাবি জানান।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে এবং হামলার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক সাথী কামাল,

বিভাগীয় শাখার ক্রীড়া বিষয়ক সম্পাদক বায়েজীদ ফরায়েজী, কার্যনির্বাহী সদস্য মো. কেফায়েত উল্লাহ আরকান, মুক্তিযোদ্ধা ছবির আহমদ,

আঁচল চক্রবর্তী, মহানগর শাখার সভাপতি ইমাম হোসেন রাসেল, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সদস্য মো. খোরশেদ আলম,

নারী নেত্রী লায়লা ইয়াসমিন, চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহণ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. কালিম শেখ,

ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি মো. জসিম উদ্দিন চৌধুরী, ছাত্র নেতা মো. সাজ্জাদ প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype