শুক্রবার-৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক
তিন ম্যাচ হাতে রেখেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতে গেছে ম্যানচেস্টার সিটি। গত চার আসরের মধ্যে এ নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হলো সিটিজেনরা, সবমিলিয়ে প্রিমিয়ার লিগে এটি তাদের সপ্তম শিরোপা। লিগের ৩৫ রাউন্ড শেষে ২৫ জয় ও ৫ ড্রয়ে ম্যান সিটির সংগ্রহ ৮০ পয়েন্ট। সমান ম্যাচে ম্যান ইউর নামের পাশে রয়েছে ৭০ পয়েন্ট। তারা বাকি তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট পেলেও, ৭৯’র বেশি যেতে পারবে না। অর্থাৎ বাকি সব ম্যাচ হারলেও ম্যান সিটির ওপরে যেতে পারবে না কোনো দল। লিগের তিন ম্যাচ বাকি থাকতে চ্যাম্পিয়ন হলেও, এটিকেই সবচেয়ে কঠিন শিরোপা হিসেবে মানছেন ম্যান সিটির কোচ পেপ গার্দিওলা। অবশ্য এমনটা বলার যথেষ্ঠ কারণও রয়েছে। গত নভেম্বরে লিগের শুরুর দিকে টটেনহ্যাম হটস্পারের কাছে হারের পর, পয়েন্ট টেবিলের ১১ নম্বরে নেমে গিয়েছিল ম্যান সিটি। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে তিন ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়ে গেল তারা। তাই তো গার্দিওলার ভাষ্য, ‘একটা মৌসুমই ছিল এটা এবং এই শিরোপা অন্য কোনোটার মতো নয়। এটা সবচেয়ে কঠিন ছিল। যেভাবে আমরা শিরোপা জিতলাম, সবসময় মনে রাখব এটার কথা। আমি এই দলের ম্যানেজার হতে পেরে গর্বিত।’ তিনি আরও যোগ করেন, ‘এই খেলোয়াড়রা দুর্দান্ত, ওরা স্পেশাল। মৌসুমের শুরু থেকে যত প্রতিকূলতা পেরিয়ে এসেছি সবাই এবং ধারাবাহিকতা ধরে রাখার যে নজির গেড়েছি- অবিশ্বাস্য! প্রতিটি দিন লড়তে হয়েছে, সাফল্যের জন্য ঘাম ঝরাতে হয়েছে। অবশেষে আমরা সফল।’
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype