
অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের আল-আকসা মসজিদে ইসরাইলি বাহিনীর সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশের সঙ্গে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ।
আজ বুধবার প্রধানমন্ত্রী প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
গাজায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় মারা গেছে ১২ শিশুসহ ৩৫ জনে। আহত শত শত মানুষ। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তেল আবিবে দেড় হাজার রকেট নিক্ষেপ দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতার সপক্ষের সংগঠন হামাস। সংঘর্ষে ৫ জন ইসরায়েলির মৃত্যু হয়েছে।