রবিবার-১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সৌরভ গাঙ্গুলী ‘ভালো’ সময়ে আইপিএলের বাকি অংশ শেষ করতে চান

সৌরভ গাঙ্গুলী । ফাইল ছবি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসর ভারতের করোনা পরিস্থিতির অবনতির কারণে মাঝপথেই স্থগিত করা হয়েছে। টুর্নামেন্টের বাকি অংশ পুনরায় কবে নাগাদ শুরু হবে তা অনিশ্চিত।

তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রধান সৌরভ গাঙ্গুলী নিজে এখনও আশাবাদী। স্থগিত হওয়ার আগে চলতি আসরের ২৯টি ম্যাচ মাঠে গড়িয়েছে। বাকি আছে ৩১টি ম্যাচ। বাকি ম্যাচগুলো আয়োজনের জন্য এখন ‘ভালো’ সময়ের অপেক্ষা করছেন বলে জানালেন গাঙ্গুলী।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গাঙ্গুলী বলেন, ‘আইপিএল পুনরায় শুরু করার সুযোগ এখনো আছে। যদি পরিবেশ-পরিস্থিতি স্বাভাবিক হয়, তবে বছরের কোনও না কোনও সময় বাকি ম্যাচগুলো আয়োজন করার চেষ্টা করবো। আমরা সেই ভালো সময়ের অপেক্ষায় আছি। ’

গাঙ্গুলী আরও জানান, বাধ্য হয়ে মাঝপথেই টুর্নামেন্ট স্থগিত করতে হয়েছে। তিনি বলেন, ‘আমরা সবাই মিলে এই প্রতিযোগিতা শেষ করতে চেয়েছিলাম।

কিন্তু একাধিক ক্রিকেটার ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে আইপিএল মাঝপথে থামিয়ে দিতে হলো। আসলে এটা তো খুব সংক্রামক ব্যাধি। তাই আর ঝুঁকি নেয়া হলো না। কারণ সবকিছুর ঊর্ধ্বে সকলের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। ‘

ভারতের করোনা পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সে বিষয়টাও ওঠে এলো ভারতের সাবেক এই অধিনায়কের কথায়, ‘আগের বছর সংযুক্ত আরব আমিরাতে করা হয়েছিল আইপিএল।

সেখানে যাতায়াত ছিল নিয়ন্ত্রিত। কোনও অসুবিধা হয়নি। কিন্তু ভারতের পরিস্থিতি দেখতে হবে। প্রতিদিন প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছেন। কাল কী হবে কেউ জানে না। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। ’

এর আগে আগামী সেপ্টেম্বরে আইপিএল করার কথা বলেছিলেন গাঙ্গুলী। কিন্তু এখনও এ ব্যাপারে নিশ্চিত নন তিনি। তিনি বলেন, ‘মাত্রই আইপিএল স্থগিত করা হয়েছে।

(বাকি অংশ শুরু করতে হলে) অন্য ক্রিকেট বোর্ডের সঙ্গেও কথা বলতে হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএল করা যায় কি না দেখতে হবে। আইপিএল না করা গেলে ২৫০০ কোটি রুপির ক্ষতি হয়ে যাবে। ’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype