

ডা. মাসুদ পারভেজ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান মৃত্যুবরণ করেছেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।
৬ মে (বৃহস্পতিবার) রাতে বাসায় তারাবির নামাজরত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
স্বাধীন চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান বলেন, রাতে নামাজ পড়ার সময় তিনি অসুস্থতাবোধ করেন।
পরে পরিবারের পক্ষ থেকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজ ৭ মে (শুক্রবার) সকাল ১০টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।