শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মানিকছড়িতে ব্যবসায়ীর লাশ উদ্ধার!

মানিকছড়ি প্রতিনিধি :

মানিকছড়ি উপজেলার সাবেক জীপ চালক ও জীপ চালক সমিতির সভাপতি এবং বর্তমানে কাঠ ব্যবসায়ী আবদুল ছাদেক(৬০)এর গলায় ফাঁস দেয়া লাশ বাড়ির পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ডাইনছড়ি এলাকার মৃত আলী হোসেন এর মেঝ ছেলে আবদুল ছাদেক এক সময়ে জীপ চালক ও পরবর্তীতে চালক সমিতির সভাপতি ছিলেন।

গাড়ির চালক ও মালিক থাকাবস্থায় গত প্রায় দুই যুগ ধরে সে আন্তঃ উপজেলার একজন কাঠ ব্যবসায়ী হিসেবে কোটি টাকার মালিক বনে যান।

সম্প্রতিকালে উপজেলার বাজারস্থ সাবেক খলিল সাহেব এর টিলায় মুসলিমপাড়ায় স্থায়ী বসবাস গড়ে তোলেন।

৫ মে (বুধবার) সকাল সাড়ে ৬ টার পর বাড়ির অদূরে বড় বহেরা গাছে গলায় ফাঁস দেয়া লাশ দেখতে পায় প্রতিবেশিরা।

পরে নিহতের স্ত্রী জুলেখা বেগম ও ছেলে ওমর ফারুক(২৫) খবর পেয়ে ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করলে প্রতিবেশিরা বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে অফিসার ইনচার্জ আমির হোসেন, বিষয়টি সিনিয়র পুলিশ সুপার মুহাম্মদ সাইফুল ইসলামকে অবহিত করে উভয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায় এবং

লাশের সুরতহাল শেষে আশেপাশের লোকজন, নিহতের স্ত্রী, সন্তান ও আত্মীয়স্বজনের সাথে কথা বলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নিহত আবদুল ছাদেক ৭ ভাই, ২ বোনের মধ্যে চতুর্থ।

নিহতের উদ্ধারকৃত লাশের প্রাথমিক নমূনায় এটি আত্মহত্যা বলে পুলিশ ধারণা করলেও নিহতের ব্যবসা কেন্দ্রীক বা পারিবারিক কোন ঝক্কি-ঝামেলা রয়েছে কী না সে বিষয়টি মাথায় রেখে পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে।

এদিকে এঘটনায় প্রাথমিকভাবে একটি ইউডি মামলা রেকর্ড করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
মানিকছড়ি সার্কেল এর সিনিয়র পুলিশ সুপার মুহাম্মদ সাইফুল ইসলাম এ বিষয়ে বলেন, কাঠ ব্যবসায়ী আবদুল ছাদেক এর লাশের খবর পেয়ে দ্রুত অফিসার ইনচার্জসহ পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই।

লাশের ধরণ দেখে আপাদত মনে হচ্ছে এটি একটি আত্মহত্যা। তবে নিহতের ব্যবসা, পারিবারিক বিষয়সহ নানা বিষয় মাথায় রেখে আমরা কাজ করছি। বিষয়টি গুরুত্ব দিয়ে ক্লু উদঘাটনে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype