

মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। বার্ধক্যজনিত নানা শরীরিক সমস্যা দেখা দিয়েছে ৯৮ বছর বয়সী এই অভিনেতার। তবে ঠিক কী ধরণের সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন তা জানা যায়নি।
তার স্ত্রী এবং অভিনেত্রী সায়রা বানু জানিয়েছেন, ‘ও (দিলীপ) দ্রুত সুস্থ হয়ে উঠছেন। হয়তো খুব শীঘ্রই হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হবে।’
তিনি আরও জানান, ‘ওর (দিলীপ) শরীর এখন খুব একটা ভালো থাকে না। দূর্বল হয়ে পড়েছে। মাঝেমধ্যে ঘর আর বারান্দায় একটু হাঁটে। ইশ্বরকে অনেক ধন্যবাদ ওকে ভালো রাখার জন্য।’