শুক্রবার-৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

নকল স্বর্ণ দিয়ে প্রতারণা আটক তিন জন

চট্টগ্রামে কোতোয়ালি থানা পুলিশ আসল স্বর্ণ বলে নকল স্বর্ণেরবার দেখিয়ে প্রতারণা করার অভিযোগে প্রতারকচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ।

১ মে (শনিবার) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন কোতোয়ালী জোনের সিনিয়র সহকারী কমিশনার নোবেল চাকমা।

গ্রেফতরাকৃতরা হলেন – মো. জালাল মিয়া (২৮), মো. কবির হোসেন (৩২) ও মধুসুধন চৌধুরী (৬৫)।

কোতোয়ালী জোনের সিনিয়র সহকারী কমিশনার নোবেল চাকমা বলেন, সিটি করপোরেশনের দুই স্বাস্থ্যকর্মী শুক্লা দে ও গোপী বিশ্বাস গত বৃহস্পতিবার সাড়ে ১০ টার দিকে কোতোয়ালী মোড় থেকে রিক্সায় উঠে।

রিকশাটি সিডিএ বিল্ডিংয়ের গেইটের সামনে গেলে একটি প্যাকেট মোড়ানো স্বর্ণেরবার সাদৃশ বস্তু পকেটে নেয় রিকশা চালক।

পরে নন্দন কানন এলাকায় আসলে রিকশা চালক আসল স্বর্ণ বলে কৌশলে দুই নারীকে বস্তুটি গছিয়ে দেয়। বিনিময়ে দুই নারীর কাছ থেকে নগদ টাকা ও বেশ কিছু স্বর্ণের গয়না নিয়ে নেয়।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. মোমিনুল হাসান জানান, ৩০ এপ্রিল (শুক্রবার) বিকেলে শুক্লা দে প্রতারক মো. জালাল মিয়া ও মো. কবির হোসেন সিনেমা প্যালেস মোড়ে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

সেখানে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়। পরে হাজারী লেইনের মনিরাজ জুয়েলার্স দোকানের মালিককে গ্রেফতার করে। এসময় তাদের সঙ্গে থাকা ১টি রিক্সা ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype