
অনলাইন ডেস্ক
বেসরকারি এলপি গ্যাস সিলিন্ডারের (১২ কেজি) দাম আগামী মে মাসের জন্য ৯০৬ টাকা পুন:নির্ধারণ করল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামী মাস থেকে এই দাম কার্যকর হবে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিল এক ভার্চুয়াল ব্রিফিংয়ে নতুন দাম নির্ধারনের ঘোষণা দেন। এছাড়া অটোগ্যাস লিটার প্রতি ৪৪ দশমিক ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে চলতি মাসে ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ৯৭৫ টাকা। নতুন দাম নির্ধারণের ফলে সিলিন্ডার প্রতি ৬৯ টাকা কমানো হলো। বিইআরসির চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক বাজারে এলপি গ্যাসের কাঁচামালের দাম কমে যাওয়া দেশের বাজারেও এই দাম কমানো হলো। ফলে গ্রাহকও নতুন মূল্যে আগামী মাস থেকে এই দামে এলপি গ্যাস সিলিন্ডার ক্রয় করতে পারবেন।