
রাউজান প্রতিনিধি
পবিত্র রমজান ২০২১ উপলক্ষে দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৫০০ পরিবারকে আর্থিক অনুদান ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদে বিতরণ করা হয়। উক্ত আর্থিক অনুদান বিতরণের সময় টেলিকন্ফারেন্সের মাধ্যমে উপস্থিত সকলের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রাউজানের সাংসদ ও রেলপথ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এম পি । উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবিরের সভাপতিত্বে আর্থীক অনুদান বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জনাব লায়ন সাহাবুদ্দিন আরিফ (বি.এ) ।
এসময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবদুল মালেক , ইউপি সদস্য ইসমাইল, অজিত বিশ্বাস প্রমুখ ।