
আজ ২৯ এপ্রিল (বৃহস্পতিবার) পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক শ্রীলংকা। একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কা একাদশেও এসেছে এক পরিবর্তন।
এই টেস্টে বাংলাদেশের পক্ষে অভিষেক হয়েছে পেসার শরিফুল ইসলামের। প্রথম টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন এবাদত হোসেন। সিরিজের এটিই শেষ টেস্ট। একই মাঠে প্রথম টেস্টটি ড্র হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সকাল ১১টায় শুরু হওয়া খেলায় শ্রীলংকা ১ম ঘণ্টায় ১৪ ওভার শেষে বিনা উইকেটে ২২ রান সংগ্রহ করেছে।