শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

গণপরিবহন চলাচলে থাকছে যেসব বিধিনিষেধ

গণপরিবহন চলাচলে থাকছে যেসব বিধিনিষেধ। ফাইল ছবি।

গণপরিবহন চলাচলের বিধিনিষেধ আরোপ করে একটি আদেশ জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ২৮ এপ্রিল (বুধবার) মধ্যরাত থেকে ৫ মে মধ্যরাত পর্যন্ত। করোনার সংক্রমণ ঠেকাতে দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর আওতায় রয়েছে গণপরিবহন সেক্টরও।

এতে বলা হয়েছে, নির্ধারিত সময়ে সব ধরনের সড়ক পরিবহন চলাচল বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা ও জরুরি সেবাদানে নিয়োজিত যানের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না। আইনশৃঙ্খলা ও জরুরি পরিষেবায় নিয়োজিত যানবাহন চলাচল করতে পারবে।

কৃষি উপকরণ (সার, কীটনাশক ও কৃষি যন্ত্রপাতি ইত্যাদি) বহনকারী যানবাহন চলাচল করতে পারবে। খাদ্য দ্রব্য, খাদ্যশস্য, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা ও কভিড টিকাদানে নিয়োজিত যানবাহন চলাচল কোনো বাধা থাকবে না।

আদেশে আরো বলে হয়েছে, এই সময়ের বিদ্যুৎ, গ্যাস, টেলিযোগাযোগ, ফায়ার সার্ভিস, ডাকসেবার কাজে নিয়োজিত এবং গণমাধ্যমে কর্মরতদের যানবাহনও চলাচল করতে পারবে।

উল্লেখ্য, গণপরিবহন নিয়ে এই বিধিনিষেধ ৫ মে পর্যন্ত বহাল থাকলেও শপিংমল ও মার্কেট খোলা থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype