রবিবার-১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

অধ্যাপক ডা. গোলাম মোস্তফার চুক্তির মেয়াদ বাড়লো

 

সরকার আরও ৩ বছর বাড়িয়েছে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফার চুক্তির মেয়াদ।

আগের চুক্তির ধারাবাহিকতা ও একই শর্তে ৩০ এপ্রিল বা যোগদানের দিন থেকে এ মেয়াদ বাড়িয়ে ২৬ এপ্রিল (সোমবার) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

অপর আদেশে অবসরোত্তর ছুটি ভোগরত বিসিএস (পররাষ্ট্র বিষয়ক) ক্যাডারের কর্মকর্তা মো. ফজলুল করিমকে ছয় মাসের জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিকের (বিআইআইএসএস)

বোর্ড অব গভর্নর্সের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। অভোগকৃত অবসর-উত্তর ছুটি এবং এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত শর্তে তিনি এ নিয়োগ পেয়েছেন।

এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসানকে বিমানবন্দরের নির্বাহী পরিচালক করা হয়েছে।

এছাড়া পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (কারিগরি) মো. কামরুজ্জামানের চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে।

এ অবসরপ্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলীর (চলতি দায়িত্ব) আগের চুক্তির ধারাবাহিকতায় এবং এক শর্তে গত ৪ এপ্রিল বা যোগদানের দিন থেকে এ মেয়াদ বাড়ানোর আদেশ কার্যকর হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype