

মিষ্টি সে মুখগুলো
কেন কেউ কথা রাখেনি ?
আমায় লাঞ্ছিত করতে ছাড়েনি
জীবনের চাওয়া পাওয়ার হিসাব চুকাতে,
বড্ড বেমানান সে হিসাবগুলো,
জীবনের প্রতিটি পাতা যেন
হিসাবের অংকতে সাব্যস্ত।
বেহিসাবি আমি বরাবরেই,
কেউ তো কথা রাখেনি ?
সময়ের কাছে ছিলাম আমি প্রিয়।
হারিয়ে গেল হিসাবের স্বার্থপরতায়
বুঝিয়ে দিল বড্ড বেমানান।
সময়ের প্রয়োজনে মূল্যহীন আমি
নিতান্তই কেউ কারো নয়।
হিসাবের অংকে আজ সব মরীচিকা
হয়তো বা কখনো স্বার্থের প্রয়োজনে।
ফের মিষ্টিমুখ গুলো খুঁজে বেড়াইবে
আপন স্বার্থে হয়ে দিশেহারা।
লেখক : প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা,
প্রকাশক ও সম্পাদক ইতিহাস ৭১ টিভি।