শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩১ লাখ প্রায়

২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৫২
বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩১ লাখ 

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩১ লাখরে কাছাকাছি আক্রান্তের সংখ্যা ১৪ কোটি ৬০ লাখ ছাড়িয়ে গেছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ কোটি ৬০ লাখ ৯১ হাজার ৯৮৬ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩০ লাখ ৯৬ হাজার ৫৭৯ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৮ কোটি ৪১ লাখ ২০ হাজার ৫২৪ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। রোববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২০ লাখ ৪৪ হাজার ৯৭৬ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৫ লাখ ৭১ হাজার ৯২২ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৩ লাখ ৮ হাজার ২১৫ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৪৯২ জনের।
মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো তৃতীয় স্থানে আছে। আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৪ নম্বরে। মেক্সিকোতে রোববার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৩ লাখ ২৬ হাজার ৮১৮ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ১৪ হাজার ৮৪১ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে চতুর্থ স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬৬ লাখ ১০ হাজার ৪৮১ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৫৪৪ জনের।
মৃত্যুর দিক থেকে পঞ্চম ও আক্রান্ত বিবেচনায় ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাজ্য। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৪ লাখ ১৮ হাজার ৭১০ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৭ হাজার ৬৭০ জনের।
মৃত্যুর দিক দিয়ে ষষ্ঠ এবং আক্রান্তের সংখ্যায় অষ্টম স্থানে রয়েছে ইতালি। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩৯ লাখ ৪৯ হাজার ৫১৭ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ১৯ হাজার ২১ জনের।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype