
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ডা. মোহাম্মদ শামসুজ্জামান। আজ সকাল ৭টায় রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জানা যায়, গত ১০ এপ্রিল করোনাভাইরাস পজিটিভ আসার পর হাসপাতালে ভর্তি হন অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান। বেশ কয়েকদিন সাধারণ বেডে থেকেই চিকিৎসা নিয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হলে দুদিন আগে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল।
অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ছিলেন। এছাড়া দায়িত্ব পালন করেছেন আইইডিসিআরের পরিচালক হিসেবেও দায়িত্বে ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে।