
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম চালিয়ে যেতে।বৃহস্পতিবার টেলিফোন ও ক্ষুদেবার্তার মাধ্যমে সারা দেশের তৃণমূল নেতাদের কাছে প্রধানমন্ত্রীর এই সংক্রান্ত একটি নির্দেশনা পাঠানো হয়েছে। আমরা আনুষ্ঠানিকভাবে পৌঁছে দিয়েছি। করোনাভাইরাস পরিস্থিতি ও রমজান মাসে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন তিনি।
আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর সেল থেকে প্রধানমন্ত্রীর তরফ থেকে ক্ষুদেবার্তার মাধ্যমে আওয়ামী বিভিন্ন জেলা, মহানগর ও উপজেলা নেতাদের কাছে এই সংক্রান্ত একটি নির্দেশনা পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে দলীয় নেতাদের অসহায় ও কষ্টে থাকা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। পাশাপাশি দলীয়ভাবেও ত্রাণ সহায়তা জোরদার করার নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর এই বার্তা পাওয়ার পর সারাদেশে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামীলীগের অন্যান্য সহযোগী সংগঠনের নেতারা ত্রাণ কার্যক্রম চালানোর ওপর জোর দেওয়া শুরু করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ।