
বাংলা চলচিত্রের অন্যতম নায়িকা সংগঠক সারাহ বেগম কবরী না ফেরার দেশে চলে গেছেন। ১৭ এপ্রিল শনিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিট এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন চলচ্চিত্র, মুক্তিযুদ্ধ, সাংস্কৃতিক অঙ্গন, ৭৫ পর দুঃসময়ে ও দুর্দিনে গুরুত্ব ভূমিকা পালনকারী, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের অগ্নিকন্যা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সারাহ বেগম কবরী ( ইন্না-লিল্লাহ,,, রাজেউন) ।
বাংলা চলচ্চিত্রের বিখ্যাত অভিনেত্রী, নির্মাতা ও সাবেক এমপি সারাহ বেগম কবরী এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এদেশের চলচ্চিত্রে কবরী এক উজ্জ্বল নক্ষত্র। অভিনয়ের পাশাপাশি রাজনীতি ও সংস্কৃতি অঙ্গনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।