
মোহাম্মদ নিজাম ঃ চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগ ও ছাত্র-সংসদের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষায় ৩ দিন ব্যাপী মাস্ক ও সাবান বিতরণ ক্যাম্পিং কর্মসূচির ২য় দিনের ক্যাম্পিং কর্মসূচি কলেজ ছাত্র-সংসদের ভি.পি আবদুল খালেক সোহেল এর সভাপতিত্বে ও চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শিমুল এর সঞ্চালনায় আগ্রাবাদ চৌমুহনীর মোড়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪ উত্তর আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ও কলেজ ছাত্র-সংসদের সাবেক জি.এস সুমন দেবনাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগে সদস্য ও কলেজ ছাত্র সংসদের সাবেক জি.এস সাখাওয়াত হোসেন সাকু, কলেজ ছাত্র সংসদের সাবেক জি.এস জসিম উদ্দিন মিঠুন, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ও কলেজ ছাত্র-সংসদের সাবেক জি.এস মোঃ শাকিল, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি টিপু শীল জয়দেব, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মাসুদ, আইন কলেজ ছাত্র-সংসদের সাবেক জি.এস মো. শাহাদাত হোসাইন, আইন কলেজ ছাত্রলীগ নেতা শেখ সাদী, তানভী, কলেজ ছাত্র সংসদের শ্রেণী প্রতিনিধি আকতার হোসেন, সাংগঠিক সম্পাদক মোহাম্মদ সোহেল, ছাত্রলীগ নেতা জয়নাল আবেদীন রুবেল, ডলফিন ক্লাবের ক্রীড়া সম্পাদক হাসান তারেক, ডবলমুরি থানা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক আহমেদ রেজা, এম.আই শাহেদ, আইন কলেজ ছাত্রলীগ নেতা জেসমিন আকতার জেসি, অলক সরকার, মোঃ মইনুল হাসান, ওয়ার্ড ছাত্রলীগ নেতা আরমান হাসান, ফয়সাল সহ আইন কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ বলেন, সর্বস্তরের জনগণ স্বাস্থ্যবিধি মেনে চললেই করোনা মহামারী থেকে জনগণকে রক্ষা করা সম্ভব।