
ডেস্ক রিপোর্ট
মাত্র কয়েক সেকেন্ডের এই ভিডিওতে একবার আনুশকা বিরাট কোহলিকে পেছন থেকে জাপটে ধরে তুললেন। নিজেরই বিশ্বাস হলো না যে তিনি ভারতীয় ক্রিকেট দলের এই অধিনায়ককে তুলে ধরেছেন। তারপর নিজেকে বিশ্বাস করানোর জন্যই আবারও উঁচু করলেন কোহলিকে। তার আগে বলে নিলেন, ‘তুমি কিন্তু নিজে নিজে উঁচু হবা না। নিজেকে তোলার চেষ্টা করবা না। আমি নিজেই তোমাকে তুলতে পারব। (কোহলিও মাথা নাড়িয়ে সায় দিয়েছেন যে তিনি নিজে থেকে কোনো সাহায্য করবেন না)।’ বলেই ভারতীয় ক্রিকেট অধিনায়ককে তুলে ফেললেন এই বলিউড তারকা। এভাবেই নিজের শক্তির পরিচয় দিলেন সদ্য মা হওয়া এই অভিনেত্রী।
আড়াই মাসের বাচ্চাকে রেখে যেদিন ভ্যানিটি ভ্যান থেকে নামলেন আনুশকা, সেদিনই তাঁকে দেখে অবাক সবাই। মেদ ঝরিয়ে একেবারে ফিট হয়ে ফিরেছেন। পরনে সাদা টি-শার্ট আর নীল ডেনিম ফ্লেয়ার প্যান্ট। চুল খোলা। মুখে মাস্ক। এভাবেই কাজে ফিরলেন হাসিখুশি আনুশকা। তবে এটা ছিল একটা বিজ্ঞাপনের শুটিং।এভাবে এত তাড়াতাড়ি আনুশকাকে ফিরতে দেখে ভক্তরা যারপরনাই হতবাক আর খুশি। তবে আপাতত কেবল বিজ্ঞাপন আর ফটোশুট করবেন। জিরো বক্স অফিসে শূন্য পাওয়ার পর থেকে নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার খবর আসেনি। তবে এই সময়ে প্রযোজক হিসেবে দারুণ সফলতা কুড়িয়েছেন। ওয়েব সিরিজ ‘পাতাল লোক’ আর ফেমিনিস্ট হরর সিনেমা ‘বুলবুল’—দুটোই ২০২০ সালে কুড়িয়েছে ঝুড়িভরা প্রশংসা আর পুরস্কার।