সোমবার-১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মোংলা বন্দর কর্তৃপক্ষসহ তিনটি বিল উত্থাপন সংসদে

মোংলা বন্দর কর্তৃপক্ষসহ তিনটি বিল উত্থাপন সংসদে
মোংলা বন্দর কর্তৃপক্ষসহ তিনটি বিল উত্থাপন সংসদে

মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল- ২০২১সহ তিনটি বিল উত্থাপন করা হয়েছে জাতীয় সংসদে। উত্থাপিত অন্য বিল দুটি হলো- বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড নিবন্ধন ও পরিচালনা বিল- ২০২১ এবং শিশু দিবাযত্ন কেন্দ্র বিল- ২০২১।

বিল তিনটি উত্থাপন করেন যথাক্রমে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন্নেছা।

মোংলা পোর্ট অথরিটি অধ্যাদেশ রহিত করে মোংলা বন্দরের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকরভাবে পরিচালনা ও অন্যান্য আনুসাঙ্গিক বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করে

মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল- ২০২১ উত্থাপন করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে আগামী ২ মাসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

দেশের পর্যটন শিল্পের বিকাশ ও উন্নয়নে এর কার্যকর পরিচালনায় সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করে বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড নিবন্ধন ও পরিচালনা বিল, ২০২১ উত্থাপন করা হয়।

পরীক্ষা-নিরীক্ষা করে আগামী এক মাসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

শিশুদের দিবাকালীন যত্ন, পরিচর্যায় সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে শিশু দিবাযত্ন কেন্দ্র প্রতিষ্ঠাসহ এ বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করে শিশু দিবাযত্ন কেন্দ্র বিল- ২০২১ উত্থাপন করা হয়।

পরীক্ষা-নিরীক্ষা করে আগামী ২ মাসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

এ ছাড়া আজ সংসদে আয়োডিনযুক্ত লবণ বিল- ২০২১ এর ওপর শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন করা হয়। পাশাপাশি দুর্নীতি দমন কমিশন এবং

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের ২০১৯-২০ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন পৃথকভাবে সংসদে উপস্থাপন করা হয়।

এর আগে আজ অধিবেশনের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সংসদে ১৯৭২ সালের ৩ এপ্রিল তৎকালীন ঢাকা স্টেডিয়াম এবং

বর্তমান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুক্তিযোদ্ধাদের অস্ত্র সমর্পণ অনুষ্ঠানে বঙ্গবন্ধুর দেওয়া ভাষণের ভিডিও প্রদর্শন করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype