
নিজস্ব প্রতিবেদক
কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে সীতাকুণ্ড পৌরসভার নির্বাচন। বেলা বাড়ার সাথে সাথে প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। প্রতিটি ভোটকেন্দ্রে বিপুল নারী ও পুরুষকে ভোট দিতে দেখা গেছে একই সাথে প্রতিটি ভোটকেন্দ্রে পুরুষ ও মহিলা ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ করা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী পর্যাপ্ত নিরাপত্তা মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে এ নির্বাচন। প্রতিটি কেন্দ্রে ভিতরে এবং বাইরে পর্যাপ্ত পরিমাণ পুলিশ র্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে। ভোটাররা ইভিএম সম্পর্কে পর্যাপ্ত বিশেষ ধারণা না থাকায় ভোট কাষ্টে তুলনামূলক ভাবে বিলম্ব হচ্ছে। প্রার্থী থেকে ভোটার সবাই খুশি ভোটের সুস্থ পরিবেশ নিয়ে। . নির্বাচনের আচরণবিধি দেখাশোনার জন্য মাঠে কাজ করছেন ৯ ম্যাজিস্ট্রেট ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এই পৌরসভা।নির্বাচনে নয়টি সাধারণ ওয়ার্ডের ৩৬ জন প্রার্থী এবং সংরক্ষিত মহিলা আসনে ১৩ জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৭ টি ভোট কেন্দ্রে মোট ভোটার রয়েছে ৩৪ হাজার ৮১৩জন।