শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

তরুণদের সর্বজনীন পেনশন স্কিমে অর্ন্তভুক্তির লক্ষ্যে ছাত্রলীগের স্পট রেজিস্ট্রেশন কর্মসূচী

লোকমান আনছারী নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে তরুণ প্রজন্মকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার লক্ষ্যে রাউজান পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে রাউজান উপজেলা ছাত্রলীগ ও রাউজান কলেজ ছাত্রলীগের স্পট রেজিস্ট্রেশন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে রাউজান পৌরসদর মুন্সির ঘাটায় প্রধান অতিথি থেকে এই কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আসিফের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজ , উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খান, স্বেচ্ছাসেবকলীগ নেতা শওকত হোসেন, সাবেক ছাত্রনেতা দিপলু দে দীপু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ। এসময় উপজেলা, পৌরসভা ও রাউজান কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype