
লোকমান আনছারী নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রচণ্ড তাপদাহের মধ্যে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে চট্টগ্রামের রাউজান উপজেলায় বিতরণ করা হয়েছে ছাতা। সেই সঙ্গে দেওয়া হয়েছে ফলমূল,শরবত।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্দেশে মঙ্গলবার (৩০ এপ্রিল) রাউজান মুন্সিরঘাটা চত্বরে এসব বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।
রোদে সুরক্ষার জন্য ছাতার পাশাপাশি শরবত, ফলমূল পেয়ে খুশি পথচারীসহ নিম্ন আয়ের মানুষ। এ সময় ছাত্র ছাত্রী, কৃষক এবং শ্রমিকদের মাঝেও বিতরণ করা হয় ছাতা।
রাউজান উপজেলা যুবলীগের সভাপতি ও পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল,
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,সহ সভাপতি স্বপন দাশ গুপ্ত, কামরুল হাসান বাহাদুর, ইরফান আহমেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খান, পৌর দ্বিতীয় প্যানের মেয়র অ্যাডভোকেট সমীর দাশগুপ্ত, স্বেচ্ছাসেবকলীগ নেতা শওকত হোসেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সারজু মো. নাছের, জাহাঙ্গীর আলম, কাউন্সিলর আজাদ হোসেন, দপ্তর সম্পাদক তপন দে, অর্থ সম্পাদক আ জ ম রাশেদ, জসিম উদ্দিন মুন্না, ইকবাল হোসেন আজিজ উদ্দিন ইমু, আলমগীর আলী, জিয়াউল হক রোকন, আবু ছালেক, সাবেক ছাত্র নেতা দিপলু দে দিপু, আজাদ খাঁন, সবুজ দে বানু, জাহেদুল আলম, সাবের হোসেন,তারেক চৌধুরী, এমরান হোসেন মনির, সোলেমান বাদশা,লোকমান হাকিম চৌধুরী,আবুল হোসেন বাবু,সালাউদ্দিন তালুকদার,ওয়াহেদ বাবলুসহ উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।